1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শিক্ষকদের কর্মবিরতি : শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

শিক্ষকদের কর্মবিরতি : শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি || শেরপুর জেলার ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা গ্রহণ বন্ধ রেখে বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবারও (৪ ডিসেম্বর) শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। এর মধ্যে একটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষার ব্যবস্থা করেছেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্রীবরদী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরন নবী অনেকে।

সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকদের একাংশ। শিক্ষকদের এমন হঠাৎ কর্মবিরতি ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবক হালিম মিয়া বলেছেন, হুট করে শিক্ষকরা পরীক্ষা বন্ধ করবে, এটা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা মানুষ তৈরির কারিগর বলা হলেও পরীক্ষা বর্জন করে আন্দোলন চলতে পারে না।

আরেক অভিভাবক ইসমাইল হোসেন বলেন, আমি বলব, এটা আন্দোলন না, এটা শিক্ষার্থীদের জিম্মি করা। সরকারকে কঠোর হতে হবে। কিছু হলেই আন্দোলন, তা ঠিক না। এমন অবস্থা চলেতে থাকলে প্রয়োজন নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফিরতে বলেছে। শাটডাউন বা কর্মবিরতি অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষকরা পরীক্ষা না নিয়ে আন্দোলন করছে, এ তথ্যের ভিত্তিতে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT