1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

জাবি প্রতিনিধি || ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা, ২০২৫’। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ১৫তম বারের মতো এ মেলার আয়োজন করছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, “এ বছর আমরা ১৫তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগের বেশি সময় ধরে এ মেলা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ এ মেলা দেখতে আসেন। প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব কী, মানুষ এখানে এসে দেখতে পারেন, বুঝতে পারেন। একটা শিশু যখন চোখের সামনে এসব দেখতে পারে, তখন প্রজাপতিকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখে। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে। এ মেলায় এসে ইকোসিস্টেমে প্রজাপতির গুরুত্ব জানার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের মেলায় দেশের বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ অ্যাওয়ার্ড যৌথভাবে পাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার রাব্বি তন্ময় এবং নূরে আফসারী।

১৫তম এ আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন। বইটিতে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবিসহ এদের বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক বিস্তারিত তথ্য আছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রজাপতি পার্ক ও গবেষণাকেন্দ্র।

দিনব্যাপী যা থাকছে
আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মেলা উদ্বোধন, অ্যাওয়ার্ড প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রজাপতির গল্পে পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শিত হবে।

অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে—দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন এবং প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন। দুপুরের পর হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
আয়োজক কমিটি জানিয়েছে, মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হবে। ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণি (ক গ্রুপ) এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণির (খ গ্রুপ) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বারোয়ারি বিতর্ক এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা থাকছে। প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষার্থী দলগতভাবে অংশ নিতে পারবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও রেডিও ভূমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT