1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৯৭ জন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৯৭ জন

খুবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

খুবি প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বেন ৯৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ৩৮,৯৬১ জন, ‘বি’ ইউনিটে (জীববিজ্ঞান) ২৮,৯৬৮ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল, চারুকলা স্কুল) ৩৬,৭৩৬ জন এবং ‘ডি’ ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ৩,৬০৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চট্টগ্রাম কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

১৮ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) এবং ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ১৯ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT