1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রবিবার রাতে মশাল মিছিল হয়

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা মিছিল করেন।

এ সময় বিক্ষুব্ধরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন। পরে মিছিলটি দামোল বাজার এলাকা ঘুরে আবারো চৌরঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

অবরোধ ও বিক্ষোভ প্রসঙ্গে অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন, “নেতাকর্মীরা মনে করছেন, সবদিক বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য। কেউ হয়তো হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মাধ্যমে নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে আমি বলেছি, কোনো বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বলেন, “এই আসেনে কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যাচাই-বাছাই করেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপিতে উগ্রতার জায়গা নেই। ঠাকুরগাঁও-২ আসনের মানুষ আমার সঙ্গে রয়েছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT