1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন মোনালিসা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
যৌন অপরাধী এপস্টাইনের নারীদের সঙ্গে ট্রাম্পের নতুন ছবি ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি হলেন প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিতে পারে: তারেক রহমান প্রথম বাংলাদেশি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার জয় ক্যাডেট রিফাতের কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম হাদির হামলাকারীর সঙ্গে জড়িয়ে রিজভীর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম ‘নির্বাচন যতো ঘনিয়ে আসছে একদল আরেকদলকে আক্রমণ করছি’ দেশজুড়ে বিএনপির মিছিল

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন মোনালিসা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার দেখা হয়েছে
মডেল ও অভিনেত্রী মোনালিসা

বিনোদন প্রতিবেদক || মডেল ও অভিনেত্রী মোনালিসার জীবনে এলো নতুন সুখবর। অভিনয়জগৎ ছেড়ে বহু আগেই প্রবাসজীবন বেছে নেওয়া এই তারকা যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার পেলেন ক্যারিয়ারের বড় স্বীকৃতি। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেন মোনালিসা। গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে তার পেশাগত জীবনের নতুন অধ্যায়।

নিজের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মোনালিসা লিখেছেন, “এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা।”

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি— এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।”

এক সময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নৃত্যেও ছিল তার পারদর্শিতা। তবে ক্যারিয়ারে মধ্যগগনে থাকতেই হঠাৎ শোবিজ থেকে সরে গিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত বছর দেশে এলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে যান প্রবাসে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT