1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গিয়ে তরুণী আহত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
যৌন অপরাধী এপস্টাইনের নারীদের সঙ্গে ট্রাম্পের নতুন ছবি ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি হলেন প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিতে পারে: তারেক রহমান প্রথম বাংলাদেশি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার জয় ক্যাডেট রিফাতের কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম হাদির হামলাকারীর সঙ্গে জড়িয়ে রিজভীর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম ‘নির্বাচন যতো ঘনিয়ে আসছে একদল আরেকদলকে আক্রমণ করছি’ দেশজুড়ে বিএনপির মিছিল

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গিয়ে তরুণী আহত

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার দেখা হয়েছে
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

ঢামেক প্রতিনিধি || রিকশায় থাকা এক তরুণীর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান মেরে তাকে রিকশা থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অর্পিতা মুখার্জী (২৪) ইডেন কলেজের শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন।
অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, আজ সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামন দিয়ে রিকশায় যাওয়ার পথে ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে যায়। এতে তার ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত লাগে।

পরে সহপাঠীদের ফোন দিলে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া নেয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি আরো জানান, অর্পিতার বাড়ি রংপুর সদর মহিগঞ্জ এলাকায়। তার বাবা অরূপ মুখার্জি। বর্তমানে অর্পিতা পরিবারের সাথে আজিমপুর কলোনীতে থাকে। অর্পিতা ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মতিঝিল এলাকায় ছিনতাইকারীরা চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে নিচে পড়ে গুরুতর আহত হন ওই তরুণী। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওযা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT