1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাঁসফাঁস আলোনসোর রিয়ালের স্বস্তির জয় - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

হাঁসফাঁস আলোনসোর রিয়ালের স্বস্তির জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || চাকরি বাঁচানোর তীব্র চাপের মুখে থাকা রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রেলিগেশন অঞ্চলের কাছাকাছি থাকা আলাভেসের বিপক্ষে রবিবার রাতে ২-১ গোলে জয় পেয়েছে তারা। তবে, এই জয় ছিনিয়ে আনতে লস ব্ল্যাঙ্কোসদের যে পরিমাণ ঘাম ঝরাতে হলো, তাতে স্প্যানিশ মিডিয়ায় কোচের ভবিষ্যৎ নিয়ে জল্পনা পুরোপুরি থামলো না।

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এই ম্যাচটি ছিল রিয়ালের জন্য ‘মাস্ট উইন’ পরিস্থিতি। জানুয়ারির পর লা লিগায় প্রথম গোল করে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোই ৭৬তম মিনিটে নাটকীয়ভাবে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।

চোটের কারণে সিটি ম্যাচে বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে ফিরলেও, তার পারফরম্যান্সে শারীরিক অস্বস্তি স্পষ্ট ছিল। যদিও খেলার শুরুর ১০ মিনিটে ফরাসি তারকা দু’বার গোলের সুযোগ তৈরি করেছিলেন। একটি শট অল্পের জন্য বারের পাশ দিয়ে যায়। অন্যটি ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।

তবে ২৪তম মিনিটে দলের লিড এনে দেন এমবাপ্পেই, যা ছিল মাদ্রিদের জার্সিতে তার ৭০তম গোল। রদ্রিগো বলের দখল নিয়ে জুড বেলিংহামকে পাস দেন এবং ইংলিশ মিডফিল্ডারের বাড়ানো বলে বাকি কাজ সারেন এমবাপে।

এমবাপ্পের গোলের পর রিয়াল আরেকটি গোল করেছিল। কিন্তু কর্নার কিক নেওয়ার আগে বল বেলিংহামের হাতে লাগায় সেটি বাতিল হয়। প্রথমার্ধে রিয়ালের ত্রাতা হন থিবো কোর্তোয়া, যিনি পাবলো ইবানেজের নিশ্চিত গোল রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। কিন্তু আলাভেসের গোলরক্ষক আন্তোনিও সিভেরা রিয়াল তারকা এমবাপ্পে ও ফিরতি শটে ভিনিসিয়ুসের প্রচেষ্টা ডাবল সেভ করে হতাশ করেন। ৬৯তম মিনিটে আলাভেস অবশ্য সমতা ফিরিয়েছিল। ভিসেন্তে থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান এবং ভিএআর চেকের পর গোল বহাল থাকে।

সমতা ফেরার পর চাপ বাড়তে থাকলে একসময় রাউল আসেনসিও গোলমুখের সামনে দাঁড়িয়ে লুকাস বয়েসের শট রুখে দিয়ে রিয়ালকে রক্ষা করেন। অবশেষে ৭৬তম মিনিটে মুক্তি মেলে। বাঁদিক থেকে জনির নিচু ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগো জোরালো শটে লা লিগায় নিজের গোলখরা কাটান এবং দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে গোল করার কিছুক্ষণ পরই ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান।

ম্যাচের একদম শেষে ভিনিসিয়ুস বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টির দাবি তোলে রিয়াল। কিন্তু রেফারি ও ভিএআর সেই দাবি প্রত্যাখ্যান করে। স্টপেজ টাইমে ব্রাহিম দিয়াজ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তাতে ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

টানা দুই ম্যাচ হারের পর জয় পাওয়ায় ১৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ৩৯। শীর্ষে থাকা বার্সেলোনার (৪৩) সঙ্গে পয়েন্টের ব্যবধান তারা চারে বজায় রাখল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT