1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন, হেলপার দগ্ধ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
আগুনে পুড়ে যাওয়া ট্রাক

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি অটো রাইস মিলের ভেতরে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই ট্রাকে আগুন লেগেছে। এ ঘটনায় ট্রাকটির হেলপার আবু সাঈদ (২২) দগ্ধ হয়েছেন।

দগ্ধ আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার জহুরা ইন্ডাষ্ট্রিজের ১০নং মিলে ঘটনাটি ঘটে। আবু সাঈদ নাটোরের সিংড়া থানাধীন পুটিবাড়ী গ্রামের সাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নাটোরের সিংড়া থেকে ধান বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৭৮২৬) মিলে আসে। মিলের ভেতরে একপাশে গাড়িটি পার্কিং করেন চালক মিজানুর রহমান। এরপর চালক ও হেলপার আবু সাঈদ ট্রাকের কেবিনে ঘুমিয়ে পড়েন।

ভোর সোয়া ৫টার দিকে ট্রাকের কেবিনে আগুন ধরে। এসময় চালক মিজানুর রহমান বের হতে পারলেও আবু সাঈদ আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা ৯৯৯ নম্বর থেকে ভোর সাড়ে ৫টার দিকে জহুরাতে আগুন লাগার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, সিংড়া থেকে আসা ১০ চাকার একটি ধান বোঝাই ট্রাকে আগুন লেগেছে। আগুন নেভানোর পর ট্রাকের চালক ও হেলপারকে হাসপাতালে পাঠাই। চলক স্বাভাবিক থাকলেও হেলপারের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ ঝলসে গেছে। ট্রাকের চালক জানিয়েছেন ওয়ারিংয়ের তার থেকে আগুনের সূত্রপাত হয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT