পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || বিজয়ের দিবসের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যদয়-সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। সৈকতের বেঞ্চিতে বসে অনেকে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
পর্যটন মৌসুম নভেম্বরের শুরুতে কুয়াকাটায় আশানুরূপ পর্যটকের আগমন না ঘটলেও বিগত দিনের তুলনায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পর্যটকরের সংখ্যা অনেকটা বেড়েছে। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি।

সৈকতের বালিয়াড়িতে খেলায় ব্যস্ত কয়েকজন শিশু
ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটক মনির হোসেন বলেন, “আমি সরকারি চাকরি করি। শুধুমাত্র একদিন ছুটি পেয়েছি। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই। সকালে এখানে এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ সবকিছু বেশ ভালোই লাগছে। অনেক মানুষজন রয়েছেন। তারা বিভিন্নভাবে মজা করছেন।”
খুলনা থেকে আসা হোসেন-সায়মা দম্পতি বলেন, “শীতের মৌসুম হওয়ায় সমুদ্রে বড় ধরনের ঢেউ নেই। এরপরও কুয়াকাটার মনোরম পরিবেশ আমাদের মন কেড়েছে। বিজয় দিবসের আনন্দ আমরা সমুদ্রে সাঁতার কেটে ঢেউয়ের সঙ্গে উপভোগ করছি। অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে অতিরিক্ত ট্যুরিষ্ট পুলিশের সদস্য মোতায়ন রয়েছে। এছাড়া থানা পুলিশ ও নৌ পুলিশ মাঠে তৎপর রয়েছে।”