পঞ্চগড় প্রতিনিধি || মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে ‘রান ফর চেঞ্জ’ শিরোনামে ম্যারাথন শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পঞ্চগড় পৌর শহরের ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিউট মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে চিনিকল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম, সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব, পৌর ছাত্রশিবিরের সভাপতি খোরশেদ মাহমুদসহ দলটির অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম বলেন, “আমরা প্রতিবছরই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করি। এ বছর একটু ব্যাতিক্রম উদ্যোগ হিসেবে ম্যারাথন শোভাযাত্রার আয়োজন করি।”