বরগুনা প্রতিনিধি || বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অভিযানে আমতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়ামিন ফকির (২৮), গুলিশাখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. তাজ উদ্দীন পান্নু হাওলাদার এবং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ কর্মী।
পুলিশ জানিয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত ৭২ ঘণ্টা বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের পৃথকভাবে আদালতে পাঠানো হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে নেওয়ার পর বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।