কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে সৈয়দ ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখা এই ইজতেমার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিন দিনব্যাপী ইজতেমার উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে। ইজতেমায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা আয়োজকদের।
ইজতেমা আয়োজক কমিটির সেক্রেটারি মোহাম্মদ মমিন জেহাদি বলেন, ‘‘বাংলাদেশে মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার শাখার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ইজতেমা আজ থেকে শুরু হয়েছে। যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ।’’
এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন; যাতে মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতসহ সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।