1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জ-২ আসনে ‘বিদ্রোহী প্রার্থী’ হলেন বিএনপির আরেক নেতা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ-২ আসনে ‘বিদ্রোহী প্রার্থী’ হলেন বিএনপির আরেক নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন দলীয় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এম সিরাজুল ইসলাম সিরাজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থক রবিউল ইসলাম।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর পর ‘বিদ্রোহী প্রার্থী’ হলেন আরেক নেতা সিরাজুল ইসলাম সিরাজ। এতে গোপালগঞ্জে বিএনপির রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলে আলোচনা শুরু হয়েছে জেলাজুড়ে।

জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বিএনপির তিনবারের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ। কিন্তু, এবার কেন্দ্র তাকে মনোনয়ন না দিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. কে এম বাবরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকদিন আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেন এম সিরাজুল ইসলাম সিরাজসহ মনোনয়নবঞ্চিত পাঁচ প্রার্থী।

কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল এম সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে সেই গুঞ্জন সত্যি হলো। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকলে তা বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের মাথাব্যথার কারণ হবে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. সুজাউদ্দিন অপু ও গোপালগঞ্জ-৩ আসন থেকে আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ নিয়ে গোপালগঞ্জের তিনটি আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT