1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নেত্রকোণায় ৩ তরুণের বিতর্কিত ভিডিওতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

নেত্রকোণায় ৩ তরুণের বিতর্কিত ভিডিওতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
ভিডিও থেকে নেওয়া ছবি

নেত্রকোণা প্রতিনিধি || নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে ধারণ করা ১২ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ১৫ ডিসেম্বর ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নারায়ণডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে একটি ছেলে স্কেটিং করতে করতে ভ্যানআরোহী এক মেয়েকে উত্যক্ত করছে। একপর্যায়ে মেয়েটি তার সঙ্গে থাকা ব্যাগ দিয়ে ছেলেটিকে আঘাত করে। ছেলেটি মেয়েটিকে বিবস্ত্র করার চেষ্টা করে। এ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ করে রোমান, স্কেটিং করা ছেলেটির রাকিব হাসান (২০) এবং মেয়ের ভূমিকায় অভিনয় করে হানিফ (২০)। হানিফ ও রোমান সম্পর্কে আপন দুই ভাই। তারা পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছে। এর ধারাবাহিকতায় আলোচিত এই ভিডিওটি নির্মাণ করা হয়। বিনোদনের উদ্দেশ্যে ভিডিও করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়ার পর অনেকেই এ ধরনের ভিডিও নির্মাণকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে আছে। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাই, এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে খেলাফত আন্দোলন নেতা গাজী আব্দুর রহীম রুহি বলেছেন, এ ধরনের ভিডিও যেন ভবিষ্যতে আর তৈরি করা না হয়, সেজন্য দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেছেন, এ ধরনের ভিডিও তৈরি করে স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর থেকে তারা সেই কন্টেন্ট ক্রিয়েটররা আত্মগোপনে আছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ধরতে পূর্বধলা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT