বগুড়া প্রতিনিধি || টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং পরিদর্শক ড. মমতাজ বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরামর্শক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম ও পরিচালক মো. মাহাবুবর রহমান, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ার অধ্যক্ষ ডা. মো. খোরশেদ আলম, অধ্যক্ষ মো. শাহ জালাল, অধ্যক্ষ মুসতা-নূর-সুলতানা, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ওবায়দুল্লাহ আল মাহমুদ, জয়েন্ট ডিরেক্টর মো. আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্টর প্রধান ড. নিগার সুলতানা।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ আয়ুর্বেদিক এবং এমবিবিএস চিকিৎসকগণ বিনামূল্যে হাঁপানি, জন্ডিস, চর্ম ও যৌন রোগ, গাইনি, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন স্থানীয় বাসিন্দা ছাড়াও নিরাপত্তাকর্মী, গৃহকর্মীসহ নিম্নআয়ের মানুষজন।
বিজয় মেলায় দর্শনার্থীদের জন্য তথ্য কেন্দ্র, আয়ুর্বেদিক ওষুধ প্রদর্শনী, চিকিৎসা প্রদান স্টল, হ্যান্ডিক্রাফট স্টল, বিভিন্ন নামি ওষুধ কোম্পানির স্টল, ভেজষ গাছ, পিঠার স্টলসহ নানা আয়োজন করা হয়।
এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ‘আয়ু-দর্শন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। কলেজের বিদায়ী ব্যাচকে স্মারক উপহার ও শুভকামনার বার্তাও দেওয়া হয়। অনুষ্ঠানে আন্তঃটেকনোলজি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।