1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে গায়ক কুমার শানুর মামলা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে গায়ক কুমার শানুর মামলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
রীতা ভট্টাচার্য, কুমার শানু

বিনোদন ডেস্ক || আইনি নোটিশের পর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করলেন শ্রোতাপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু। বম্বে হাইকোর্টে এ মামলা দায়ের করেন এই শিল্পী। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন বলিউডের প্লেব্যাক গায়ক কুমার শানু। ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন তিনি। পাশাপাশি রীতার সাক্ষাৎকারের ভিডিও সরিয়ে নেওয়ার আবেদনও করেছেন। এসব ভিডিওতে রীতা তার প্রাক্তন স্বামী কুমার শানুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও সম্মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ, রীতা ভট্টাচার্যকে বিয়ের পর টিভি অভিনেত্রী কুনিকা সদানন্দর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান কুমার শানু। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কিছুদিন আগে বলিউড অভিনেতা সালমান খান সঞ্চালিত বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের উনিশতম সিজনে অংশ নেন কুনিকা। এ শোতে অংশ নেওয়ার পর গায়ক কুমার শানুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে টানা কথা বলেন তিনি। কুনিকা জানান, কুমার শানু তাকে ছেড়ে অন্য কারো জন্য চলে গিয়েছিলেন। এই ঘটনার জন্য গত ২৭ বছর ধরে শোকাহত কুনিকা।

প্রাক্তন স্ত্রী রীতার সঙ্গে কুমার শানু

কুনিকার এসব মন্তব্য নিয়ে যখন জোর চর্চা শুরু হলেও মুখ খুলেননি কুমার শানু। তবে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন। গত সেপ্টেম্বরে দেওয়া সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য বলেন, “সে (কুনিকা) যখন বলছেন শানুজি কারো সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন উনিও তাই করছিলেন। শানুজি যখন উনার (কুনিকার) সঙ্গে ছিলেন, তখন আমরা জানি তারা (কুনিকা-কুমার শানু) সম্পর্কে ছিলেন। অথচ তখনো উনি আমার স্বামী ছিলেন। তখন আমার ছেলে আমার গর্ভে ছিল।”

কুমার শানুর প্রাক্তন প্রেমিকা কুনিকা

কুনিকা যদি ২৭ বছর ধরে দুঃখ চেপে রেখেই থাকেন, তাহলে তার ২৬ বছর বয়সি ছেলের ব্যাখ্যা কী? এই প্রশ্ন সামনে রেখে রীতা ভট্টাচার্য বলেন, “সে (কুনিকা) বলছেন, ২৭ বছর ধরে দুঃখ চেপে রেখেছেন। কিন্তু তার তো ২৬ বছর বয়সি ছেলে আছে। তাহলে এত দুঃখ কোথা থেকে এলো? আমরা তো কোনোদিন শুনিনি যে, বিবাহিত থাকার পরও কেউ কারো সঙ্গে সম্পর্কে থাকতে পারেন। আপনি একজন মা, আমি আপনার বিরুদ্ধে কিছু বলছি না, আমি শুধু সত্যটা বলছি। আপনার যদি ২৬ বছরের ছেলে থাকে, তাহলে আপনি কীভাবে বলছেন আপনি ২৭ বছর ধরে দুঃখে আছেন?”

রীতা ভট্টাচার্যের দেওয়া সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর কুমার শানু তাকে আইনি নোটিশ পাঠান। কেবল রীতা ভট্টাচার্যই নন, যে প্ল্যাটফর্মে এই সাক্ষাৎকার প্রচার হয়েছে তাদেরকেও আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, “এই সাক্ষাৎকার দ্রুত মুছে ফেলতে হবে। না হলে গায়ক আইনানুগ ব্যবস্থা নেবেন।” নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরই মানহানির মামলা করলেন কুমার শানু। রীতা তার বক্তব্যে যা যা বলেছেন, এতে কুমার শানুর খ্যাতি, সুনাম নষ্টের পাশাপাশি মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন এই গায়ক।

কুমার শানু

আশির দশকের শেষের দিকে রীতা ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কুমার শানু। এ সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। ১৯৯৪ সালে রীতার সঙ্গে কুমার শানুর বিবাহবিচ্ছেদ হয়। তবে রীতার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কুনিকার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান কুমার শানু। তখন কুনিকাও বিবাহিত। মাত্র ১৮ বছর বয়সে দিল্লির অভি কোঠারিকে বিয়ে করেন কুনিকা। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

প্রাক্তন স্ত্রী রীতা ও সন্তানদের সঙ্গে কুমার শানু

প্রথম সংসার ভাঙার পর বিনয় লাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন কুনিকা। তখন এ অভিনেত্রীর বয়স ৩৫ বছর। এ সংসারেও একটি পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারও টিকেনি কুনিকার। অন্যদিকে, কুমার শানুর সঙ্গে কুনিকার পরকীয়া সম্পর্ক আর পরিণয় পায়নি। ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তাদের দুটো কন্যা সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT