1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিরল ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে দুবাই - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বিরল ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সংযুক্ত আরব আমিরাতের দুবাই অস্বাভাবিক ভারী বর্ষণের কারণে বন্যার কবলে পড়েছে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে গেছে। আবাসিক এলাকা, রাস্তা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হোটেল জলে তলিয়ে গেছে। খবর দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইট বাতিল করে। রাতভর ভারি বৃষ্টি, বজ্রপাত ও বজ্রধ্বনির কারণে প্রতিবেশী শারজাহর বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে।

দুবাই কর্তৃপক্ষ জরুরি পানি নিষ্কাশনের জন্য ৩০০টিরও বেশি পাম্প বসিয়েছে। সমুদ্র সৈকত, পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রও বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ গৃহে অবস্থান রেখে কাজ করার।

দুবাই পুলিশও জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

শহরে এমন বন্যা বিরল হলেও, গত বছরও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা গিয়েছিল। গত বছরের এপ্রিলে দুবাইয়ে ৭৬ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছিল, যা রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। ওই বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছিল, দুবাইয়ের জনজীবন কয়েকদিন ধরে অচল হয়ে পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT