1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন শনাক্ত, গ্রেপ্তার করা হবে : সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ঢাবির মুজিব হলের নাম ‘শহীদ ওসমান হাদি’ করার উদ্যোগ, ঘেরাও কর্মসূচির ঘোষণা কনওয়ে-ল্যাথামের বিশ্বরেকর্ড আর উইন্ডিজের সামনে অসম্ভবের পাহাড় মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান হাদীর সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি ভিত্তিহীন: পুলিশ সাড়ে ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন ম্যানসিটির শীর্ষে ওঠার দিনে রোনালদোকে ছাড়াল হালান্ড বিরল ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে দুবাই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী আলআমিন জানান, মৃত যুবক একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মাগুরা সদরের পাতুরিয়া গ্রামে। তার বাবার নাম অমল জোয়াদ্দার।

তিনি বলেন, “দিনগত রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে দিয়ে ওই যুবক হেঁটে যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বুক, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। বিষয়টি টের পেয়ে আমরা কয়েকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসি।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “যাত্রাবাড়ী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা তাকে চেনেন বলে জানান। তার নাম পরিচয় তার এনআইডি কার্ড থেকে সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT