1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রাজনৈতিক দলগুলো কী শাহরুখের পাশে আছে? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলো কী শাহরুখের পাশে আছে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে
শাহরুখ খান

বিনোদন ডেস্ক || বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলে অংশ নিয়েছে। এ দলের হয়ে খেলছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। গত কয়েক দিন ধরে এ নিয়ে কিছু হিন্দু সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। কেবল ক্ষোভ নয়, আক্রমণ করে যেমন মন্তব্য করছেন, তেমনি হুমকিও দিচ্ছেন।

বিজেপি নেতা সংগীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলেছেন। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য শাহরুখ খানকে অনুরোধ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম। তার ভাষ্য, “এতে করে তার নিজের ভালো হবে এবং ভারতের স্বার্থও রক্ষা হবে।” এদিকে, শাহরুখ খানের জিব কেটে নেওয়ার জন্য ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন ভারতের আগ্রার অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জেলা সভাপতি মীরা রাঠোর।

ভারতীয় হিন্দু সংগঠন ও রাজনৈতিক নেতাদের ভয়ংকর সব মন্তব্যের কারণে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এ পরিস্থিতিতে ভারতের অন্যান্য রাজনৈতিক দল বা দলের নেতারা কী শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন? আইপিএলের মতো ক্রিকেট আসরে বাংলাদেশি কোনো খেলোয়াড় নেওয়া কী আইনগতভাবে অযৌক্তিক? চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক—

আইপিএলের মাঠে শাহরুখ খান

ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিংবা কংগ্রেস থেকেও কোনো বার্তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভারতের আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিং বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন।

এ ভিডিও বার্তায় সঞ্জয় সিং বলেন, “বিজেপির যেসব সদস্যরা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন, তারাও বিশ্বাসঘাতক এবং দেশবিরোধী। মোদি সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশি খেলোয়াড় কীভাবে আইপিএলে আসতে পারে? বিজেপি, যারা অর্থের বিনিময়ে সন্ত্রাসী পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে পারে, তাদের অন্তত শাহরুখ খানকে এটা শেখানো উচিত নয়। ক্রিকেটের যোগ্যতায় খেলোয়াড় নির্বাচন করা নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে একইভাবে ভারত-বাংলাদেশের অন্য বিষয়েও বিচার করা উচিত।”

শাহরুখ খান

কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “সরকারি অনুমতি ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কোনো বাংলাদেশি খেলোয়াড় আইপিএলে অংশ নিতে পারেন না। অর্থাৎ এসব নির্বাচন সম্পূর্ণভাবে সরকারি রেগুলেটরি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে।”

প্রশ্ন ছুড়ে দিয়ে সুরেন্দ্র রাজপুত বলেন, “সব নিয়ম মেনে, ক্রিকেট প্রতিভার ভিত্তিতে দল গঠন করার পর কীভাবে কাউকে ‘দেশবিরোধী’ বলা যেতে পারে? খেলাধুলাকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত।”

কয়েকজন ভারতীয় রাজনৈতিক নেতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা শাহরুখ খানকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ বলছেন, “এই সমালোচনা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ আইপিএলে দলগুলো নিয়মিত বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে নিয়ে থাকে। তারা এটা করে প্রতিভা ও দলের প্রয়োজন অনুযায়ী।” কেউ কেউ বলেছেন, “শাহরুখ খান ভারতীয় চলচ্চিত্র এবং আইপিএলে তার দলের মাধ্যমে খেলাধুলায় অসামান্য অবদান রেখেছেন। এই বিতর্ক পরিকল্পিত, একই সঙ্গে অপ্রয়োজনীয়।”

ক্রিকেট মাঠে উচ্ছ্বসিত শাহরুখ খান

ক্রিকেট বিশেষজ্ঞ ও সমর্থকরা মনে করছেন, আইপিএল শুরু থেকেই আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে খেলা হচ্ছে। সরকারি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেট দক্ষতা, ফর্ম, দলের চাহিদা অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করা হয়। মোস্তাফিজুর রহমান একজন পরিচিত ক্রিকেটার; আগেও আইপিএলে খেলেছেন, ভারতে তার অনেক ভক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT