1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মধুচন্দ্রিমায় যাওয়ার পথে গ্রেপ্তার অভিনেতা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মধুচন্দ্রিমায় যাওয়ার পথে গ্রেপ্তার অভিনেতা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে
কয়েক দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা জয় দুধানে

বিনোদন ডেস্ক || মধুচন্দ্রিমায় যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ভারতীয় সিনেমার অভিনেতা জয় দুধানে। মুম্বাই এয়ারপোর্ট থেকে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার (৪ জানুয়ারি) জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ারের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয়কে। অভিযোগকারীর দাবি, দুধানে ও তার পরিবারের আরো চার সদস্য ৪.৬১ কোটি রুপি প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তারা তাকে থানের পাঁচটি বাণিজ্যিক দোকান কেনার জন্য প্ররোচিত করেন, যেগুলো আগে থেকেই একটি ব্যাংকের কাছে বন্ধক রাখা।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর প্রবীণ মানে জানান, গত শনিবার (৩ জানুয়ারি) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ফিটনেস ট্রেইনার ও মডেল-অভিনেতা দুধানেকে।

অভিযোগ অনুযায়ী, দুধানে ভুক্তভোগীর কাছে ভুয়া নথিপত্র জমা দেন। যার মধ্যে ছিল—জাল ব্যাংক ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ৪.৯৫ কোটি রুপির একটি নকল ডিমান্ড ড্রাফট। ব্যাংক কর্তৃপক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি করার পরই এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে।

১০ দিন আগে কনটেন্ট ক্রিয়েটর হর্ষলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়। শনিবার স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যাচ্ছিলেন ‘গ্যাদাদ আন্ধার’ খ্যাত অভিনেতা জয়। এ বিষয়ে তিনি বলেন, “আমি আমার স্ত্রী হর্ষলা পাটিলকে নিয়ে মধুচন্দ্রিমায় যাচ্ছিলাম। আমাদের এই ট্যুরে সঙ্গে ছিলেন ভাই-ভাবিও। আমার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি হয়েছে, তা জানতাম না।”

“বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আমাকে জানানো হয় যে, আমি দেশ ছাড়তে পারব না। বিষয়টি বুঝতে পারার পর আমি কর্তৃপক্ষকে পুরোপুরি সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও সব আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করব।” বলেন জয়।

তার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন জয়। তার ভাষায়—“সত্যি বলতে আমি হতবাক হয়েছি। কারো কাছে যদি প্রমাণ থাকে, তাহলে সামনে আনুক। এটা অবিশ্বাস্য। কারণ চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর একটি দোকান একাধিক মানুষের কাছে বিক্রি হওয়া অসম্ভব। যদি সত্যি হয়, তাহলে প্রমাণ করুক।”

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’ এর ১৩তম আসরে বিজয়ী হয়ে খ্যাতি কুড়ান জয় দুধানে। পরবর্তীতে ‘বিগ বস মারাঠি’ এর তৃতীয় সিজনে অংশ নিয়ে টেলিভিশনে নিজের উপস্থিতি আরো বিস্তৃত করেন। মারাঠি ভাষার সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন জয়। ফিচার ফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT