1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলে সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে
টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন

টাঙ্গাইল প্রতিনিধি || দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এ ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

স্থানীয়রা জানান, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এই রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ যাতায়াতের সুবিধা পাবেন।

কলেজছাত্রী হালিমা বেগম বলেন, “স্টেশনটি চালুর পর আমরা খুব খুশি। আমাদের যাতায়াত ব্যবস্থা আরো সহজ হলো।”

স্থানীয় বাসিন্দা হেলাল মিয়া বলেন, “স্টেশন চালু না হওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিল। স্টেশনটি চালুর পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন।”

শাকিল আহমেদ বলেন, “রেল স্টেশন নির্মানের প্রায় এক যুগ পর স্টেশনটি চালু হলো। এখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি করছি। তা হলে আমাদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।”

রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT