1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মরহুম আরাফাত রহমান কোকোর নাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে পূর্বে ঘোষিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সব জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সব নেতাকর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

সেসময় আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, “দেশের এই সংকটময় সময়ে একটি মহল রাজনৈতিক সুবিধা অর্জনের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতির জন্মের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দৃঢ়ভাবে কাজ করবে এবং ইতিহাস বিকৃতির সব অপচেষ্টা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করবে।”

তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম নিজে এবং তাঁর পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দেন ও রণাঙ্গনে নেতৃত্ব দেন। পাশাপাশি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ লাখো মুক্তিযোদ্ধা আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন।”

অন্যদিকে, সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু বলেন, “নতুন এই আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT