1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সেঞ্চুরিতে কোহলির পাশে গিল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

সেঞ্চুরিতে কোহলির পাশে গিল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু আগের দিনের ১৭৩ রানের সঙ্গে আজ কেবল ২ রান যোগ করতে পারেন ভারতীয় ওপেনার। ১৭৫ রানে রান আউট হন তিনি।

জয়সওয়াল ডাবল ছুঁতে না পারলেও ভারতের অধিনায়ক শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন। ২০ রানে দিন শুরু করে অনায়েস ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গিল। আর তাতে অন্যরকম এক রেকর্ডও করেছেন।

ভারতের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিকা ৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেছেন। যেই রেকর্ডের একমাত্র মালিক আগে ছিলেন বিরাট কোহলি। ২০১৭ ও ২০১৮ পরপর দুই বছর কোহলির ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল এই বছর ৫টি সেঞ্চুরি করলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে তার সেঞ্চুরি ১০টি।

রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব পাওয়ার পর রান ফোয়ারা ছুটছে গিলের। ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ রান দিয়ে শুরু পথ চলা শুরু। এরপর একই টেস্টে খেলেন ২৬৯ ও ১৬১ রানের ইনিংস। ইংল্যান্ড সফরে আরেকটি ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এইবার ঘরের মাঠে দিল্লিতে করলেন অপরাজিত ১২৯ রান।

সব মিলিয়ে এই বছর ৮ ম্যাচে ৯৬৬ রান করছেন ৭৪.৩০ গড়ে। নিশ্চিতভাবেই সবার উপরে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT