1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
তানজিয়া জামান মিথিলা

বিনোদন প্রতিবেদক || থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমেই কৃতজ্ঞতা জানান দেশ–বিদেশের সেই সমর্থকদের, যারা তাকে ভোট দিয়ে এগিয়ে নিতে সাহায্য করেছেন। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি খুব কাছ থেকে শিখে এসেছি কীভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার—বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে। টপ ৩০-এ যারা উঠেছেন, তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে, মুকুট পরার মেধাও আছে। এই যাত্রায় আমি গর্বিত। এরপর যিনি এখানে অংশ নিতে আসবেন তাকে সর্বোচ্চ সহায়তা করব।”

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও চূড়ান্ত মুকুট জিততে পারেননি, তবু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গড়েছেন নতুন অর্জন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন তৃতীয়, পাশাপাশি জায়গা করে নিয়েছেন সেরা ৩০-এ যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ফল।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তানজিয়া জামান মিথিলা। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় তিনি অভিনয় করেন প্রধান নারী চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। রোহিঙ্গা ও হিন্দি—দুটি ভাষায় নির্মিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT