আন্তর্জাতিক ডেস্ক || রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় ভারত এসব সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরুর পরিকল্পনা করছে।
রবিবার ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এর অধীনে সুখোই-৫৭ যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর একটি উন্নত সংস্করণ কেনার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ভারতের মধ্যে লেনদেন কমাতে চাইছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। শুল্ক নিয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তাই রাশিয়ার সাথে একটি সম্ভাব্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো বাণিজ্য চুক্তিকে জটিল করে তুলতে পারে।