প্রথম ডাক ডেস্ক || বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ) এর উদ্যোগে এক মতবিনিময় সভা হোটেল -৭১ এর ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বল সংগঠনের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লাইসেন্স সমূহকে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা এবং নামঞ্জুরকৃত এজেন্সি সমূহের অনুমোদন পাওয়ার বিষয়ে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেন।

অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সমূহের জামানত প্রদানে এগিয়ে আসে আইসিবি ইসলামিক ব্যাংক ১৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। আইসিবি ইসলামিক ব্যাংকের ভিওআইপি রোড শাখার ম্যানেজার রবিউল ইসলাম উজ্জ্বল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার বক্তব্যে উক্ত সহযোগিতার কথা জানান।

মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ, শামীম আহমেদ, গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান, রাশেদ আহমেদ, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ও আলোচনায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মত বিনিময় সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।