1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শাহরুখের নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছেন? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শাহরুখের নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে
শাহরুখ খানের ভাইরাল নম্বরপত্র

বিনোদন ডেস্ক || বলিউড বাদশা শাহরুখ খান। লাইট-ক্যামেরা-অ্যাকশনে এখনো দারুণ সরব। শুধু তাই নয়, বক্স অফিসেও ঝড় তুলছেন একষট্টির এই তারকা। ছাত্রজীবনেও মেধাবি ছিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার একাডেমিক মার্কশিট অন্তত সে কথাই বলছে।

শাহরুখ খান দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮৫-১৯৮৮ সাল পর্যন্ত এ কলেজে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার যে মার্কশিটটি ভাইরাল হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে অভিনেতা তার কলেজের টপার ছিলেন। বেশ কয়েকটি বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন শাহরুখ। অঙ্কে ৭৮, পদার্থবিদ্যায় ৭৮ নmম্বর পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মার্কশিটে কিং খানের জন্ম তারিখও সঠিক। তাতে লেখা—২ নভেম্বর, ১৯৬৫। অভিনেতার বাবার নামও লেখা রয়েছে। সঙ্গে অভিনেতার ছবিও যুক্ত রয়েছে। যদিও এ মার্কশিট নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি শাহরুখ। তবে প্রিয় তারকার নম্বরপত্র দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

শাহরুখ খানের ভাইরাল নম্বরপত্র

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।

শাহরুখ খান

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার। ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে চলতি বছর প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাহরুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT