1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মাইলি সাইরাসের অসম প্রেম, বাগদান ও আংটি নিয়ে যা জানা গেল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মাইলি সাইরাসের অসম প্রেম, বাগদান ও আংটি নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || চার বছর সম্পর্কে থাকার পর বয়সে ছোট ম্যাক্স মোরান্দোরের সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস—গত ১ ডিসেম্বর থেকে এই গুঞ্জন উড়ছে। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদানের কথা স্বীকার করলেন ৩৩ বছর বয়সি মাইলি।

মাইলির পরবর্তী সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ সিনেমায় তার ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটির প্রচারের সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলের সঙ্গে কথা বলেন এই শিল্পী।

মাইলি সাইরাসের হবু বর ম্যাক্স ‘লিলি’ ব্যান্ডের ড্রামার। ২৭ বছর বয়সি প্রেমিকের সঙ্গে জীবনের নতুন ধাপে পা রাখার ক্ষেত্রে কোন বিষয়টি মাইলিকে বিস্মিত করেছে? এ প্রশ্ন রাখা হলে মাইলি বলেন, “যে বিষয়টি আমি শেয়ার করতে পারি, তা হলো—আমাদের গোপনীয়তা এবং সবকিছু ছোট করে রাখার ব্যাপারটি। আমি বিস্মিত। কারণ আমরা সত্যি সেটা করতে পেরেছি। এতে করে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা রক্ষণশীল মাইলি সাইরাস বলেন, “কী শেয়ার করব আর কী করব না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে এখন আরো বেশি রক্ষণশীল হয়েছি।”

‘অ্যাভাটার’ সিনেমার থিমের সঙ্গে মাইলি সাইরাসের ব্যক্তিগত জীবন মিলে যায়। কারণ এই সিনেমা ভালোবাসা, পারিবারিক সহশীলতা, দৃঢ়তা এবং একসঙ্গে থাকার শক্তিশালী ধারণা নিয়ে তৈরি। তিনবারের গ্র্যামিজয়ী এই শিল্পী বলেন, “আমার মনে হয়, এটা আমার সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। আমার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

গত ১ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটর: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হন মাইলি সাইরাস ও ম্যাক্স। তারপর তাদের বাগদানের গুঞ্জন চাউর হয়। রেড কার্পেটে ছবি তোলার সময় মাইলি সাইরাসের হাতের আঙুলে ঝলমলে একটি আংটি দেখা যায়। গত ২৩ নভেম্বর, মাইলির জন্মদিনে তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে এই আংটি প্রথমবার দেখা যায়, তবে এটা বাগদানের আংটি কি না তা তখন নিশ্চিত হওয়া যায়নি।

ফ্রান্সেস্কা সাইমন্সের ফ্রান্সেস্কা সাইমন্স কনসলটিংয়ের প্রতিনিধি জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ পিপলকে বলেন, “মাইলির আংটিটি আমারই তৈরি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে কুশন–কাট পাথর এবং ১৪ ক্যারেটের হলুদ সোনার ব্যান্ড ব্যবহার করা হয়েছে।”

জুয়েলারি বিশেষজ্ঞরা ধারণা করছেন—আংটিটির দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকার বেশি) পর্যন্ত হতে পারে।

২০২১ সালের ডিসেম্বর ম্যাক্সের সঙ্গে মাইলি সাইরাসের প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। মায়ামিতে এনবিসির ছুটির বিশেষ অনুষ্ঠানের ব্যাকস্টেজে ঘনিষ্ঠ অবস্থায় তাদের ছবি তোলা হয়। ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেলে দুজনের রোমান্স প্রকাশ্যে আসে।

গত সেপ্টেম্বরে দ্য কাট-কে দেওয়া সাক্ষাৎকারে মাইলি সাইরাস তার বর্তমান বাগদত্তাকে নিয়ে বলেন, “শেষ পর্যন্ত আমি এমন একজন মানুষের সঙ্গে এসেছি, যে আমাকে ভীষণ মূল্য দেয়, আমাকে খুব সম্মান করে।” কেবল তাই নয় ৬ বছরের ছোট ম্যাক্সকে ‘দারুণ হট’ বলে মন্তব্য করেন মাইলি।

মাইলি সাইরাসের প্রেমিকের তালিকা দীর্ঘ। এর আগে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাইলি। ‘দ্য লাস্ট সং’ সিনেমার শুটিং সেটে পরিচয় হয় তাদের। তারপর প্রেম, এক দশক চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা। ২০২০ সালে ভেঙে যায় এই সংসার। এবার ম্যাক্সের সঙ্গে মাইলির অসম প্রেম পরিণয় পেতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT