1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অভিনেত্রী নূতনের স্বামী প্রযোজক বাবুল মারা গেছেন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

অভিনেত্রী নূতনের স্বামী প্রযোজক বাবুল মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে
রুহুল আমিন বাবুল

বিনোদন ডেস্ক || ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নূতনের স্বামী রুহুল আমিন বাবুল মারা গেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রযোজক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) এসব তথ্য জানিয়েছেন।

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এ তথ্য স্মরণ করে কবিরুল ইসলাম রানা বলেন, “উনি (রুহুল আমিন বাবুল) বেশ কিছুদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাঝে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই মারা যান তিনি।”

ররিবার (৭ ডিসেম্বর) বসুন্ধরার ডি ব্লকে বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রযোজনা-পরিচালনার দায়িত্ব ছাড়াও বাবুল ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জসিমের গড়ে তোলা ফাইটিং দল ‘জ্যাম্বস’ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য; এটি ১৯৭৪ সালে গড়ে তোলা হয়েছিল।

স্বামীর সঙ্গে নূতন

সত্তরের দশকের শেষের দিকে সিনেমা প্রযোজনা শুরু করেন রুহুল আমিন। প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’ প্রভৃতি সিনেমা। তার প্রযোজিত সবশেষ সিনেমা ‘আমি সেই মেয়ে’। ১৯৯৮ সালে মুক্তি পায় এটি।

১৯৭৮ সালে অভিনেত্রী নূতনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রযোজক রুহুল আমিন বাবুল। এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছেন। তারা হলেন— লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT