1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাদিকে হত্যাচেষ্টা: অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

হাদিকে হত্যাচেষ্টা: অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি || ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কবির পটুয়াখালী সদর উপজেলার টিটকাটা গ্রামের মৃত মোজাফফরের ছেলে। র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ৪ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলামোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন কবির। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে।’’

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে শনাক্ত করেন। তারা হলেন- ফয়সাল করিম ও আলমগীর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT