খেলাধুলা ডেস্ক || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন ঠিকানায় মোস্তাফিজুর রহমান। নিলাম টেবিলে ঝড় তুলে মোস্তাফিজুরকে ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেটাও রেকর্ড পারিশ্রমিকে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মোস্তাফিজুরকে পেয়েছে কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিকে। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলে রেকর্ড পারিশ্রমিক এটিই। আগের রেকর্ডও ছিল মোস্তাফিজেরই। গত আইপিএলে তাকে ৬ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মাশরাফি বিন মুর্তজাকে কলকাতা নিলাম থেকে নিয়েছিল ৬ লাখ ডলারে।
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলতে ব্যস্ত মোস্তাফিজুর। খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। বল হাতে দারুণ ফর্মেও তিনি। ৪ ম্যাচে ৮.৩৩ ইকোনমিতে পেয়েছেন ৬ উইকেট। নিলামে তার প্রতি আগ্রহ দেখিয়েছে দিল্লি ক্যাপিটালসও।
শেষ পর্যন্ত কলকাতা পেয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে কেমন অনুভূতি মোস্তাফিজুরের? কম কথা বলা মোস্তাফিজুর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়েও স্বল্পভাষী।
‘‘হ্যালো কেকেআরের ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরিই দেখা হবে।’’
আইপিএলে মোস্তাফিজুরের নবম মৌসুম এটি। কলকাতায় প্রথমবার। আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে মোট ৬০টি ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার। ওভারপ্রতি রান দিয়েছে ৮.১৩। নতুন ঠিকানায় ৩০ বছর বয়সী মোস্তাফিজুর কেমন করেন সেটাই দেখার।