1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিশ্বব্যাপী অর্ধেক সাংবাদিক হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

বিশ্বব্যাপী অর্ধেক সাংবাদিক হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || চলতি বছর বিশ্বব্যাপী যে সংখ্যক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তার অর্ধেকের জন্য ইসরায়েল দায়ী। এদের মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ২৯ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।

প্যারিসভিত্তিক গোষ্ঠীটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী নিহত সাংবাদিকের মোট সংখ্যা ৬৭ জনে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় কিছুটা বেশি। ওই বছর নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সাংবাদিক হত্যাকাণ্ডের মোট ৪৩ শতাংশের জন্য দায়ী। এটি তাদেরকে ‘সাংবাদিকদের সবচেয়ে খারাপ শত্রু’ করে তুলেছে।

সবচেয়ে মারাত্মক একক আক্রমণ ছিল ২৫ আগস্ট দক্ষিণ গাজার একটি হাসপাতালে। সেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের দুজনসহ পাঁচজন সাংবাদিক নিহত হন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ২২০ জন সাংবাদিক মারা গেছেন, যা ইসরায়েলকে তিন বছর ধরে বিশ্বব্যাপী সাংবাদিকদের সবচেয়ে বড় হত্যাকারী করে তুলেছে।

আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল ছিল মেক্সিকোতে কমপক্ষে তিন বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বছর। দেশটিতে বামপন্থী প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তাদের সুরক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেখানে নয়জন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনের অন্যত্র বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (তিনজন সাংবাদিক নিহত) এবং সুদান (চারজন সাংবাদিক নিহত) বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ।

প্রতিবেদনে বিশ্বব্যাপী কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এদের মধ্যে চীন ১২১ জন, রাশিয়া ৪৮ জন এবং মিয়ানমারে ৪৭ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT