বেরোবি প্রতিনিধি || রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর বেরোবি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো ছিল। তবে কিছু প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। এরপরও তারা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এত দিনের পরিশ্রম সফল হবে; এমন প্রত্যাশাই এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি।
ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “এখন পর্যন্ত কোনোধরনের অনিয়ম বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের কেন্দ্রে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।”