বিনোদন প্রতিবেদক || তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ সিনেমা নির্মাণ করে দেশ-বিদেশে আলোড়ন তুলেছিলেন। তিন বছরের বিরতির পর নির্মাণ করেছেন ‘রইদ’ শিরোনামে নতুন সিনেমা। ‘হাওয়া’ এর পর এই সিনেমায়ও নাজিফা তুষিকে দেখা যাবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক আয়োজনে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে একটি সুখবরও জানান নির্মাতা। মেজবাউর রহমান সুমন জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এ ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। উৎসব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়নকারী মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সিনেমাটির আন্তর্জাতিক অর্জন প্রসঙ্গে সুমন বলেন, “রটারড্যামের টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের ‘রইদ’ সিনেমার। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় আমন্ত্রণ পেল। বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে ‘রইদ’ টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।”
‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য রচনায় সুমনের সঙ্গে যুক্ত ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। সিনেমাটির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ এলাকায়।
গল্পের ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, “সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে এই গল্প আবর্তিত। আদতে আমরা আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই অনুসন্ধান করেছি। হাজার বছরের পুরোনো সেই আখ্যানকে পুনর্নির্মাণ করেছি—সময় বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমান দিয়ে। সিনেমাটির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।”
‘হাওয়া’ সিনেমার পর ‘রইদ’-এ নাজিফা তুষির উপস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।