1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার, নিরাপত্তা জোরদার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার, নিরাপত্তা জোরদার

চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

চবি প্রতিনিধি || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের ড. ইউনূস ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যঙ্গ করে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এসব পোস্টার লাগানো হয়। একই সঙ্গে এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের নাম ও ছবি ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্টারও হয়। বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারগুলোর ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

প্রধান উপদেষ্টার বিরুদ্ধে লাগানো পোস্টারে লেখা ছিল, ‘ইউনূস তুই স্বৈরাচার, রাজাকারদের পাহারাদার’ এবং ‘Younus you are boycott Bangladesh’।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “মঙ্গলবার ভোর ৪টা ১ মিনিটে সমাজবিজ্ঞান অনুষদের একটি স্থানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যঙ্গাত্মক ছবি লাগানো হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পোস্টারগুলো সরিয়ে ফেলি।”

তিনি আরো বলেন, “সিসিটিভি ফুটেজে সংশ্লিষ্টদের দেখা গেলেও তারা মুখে মাস্ক ও গায়ে হুডি পরা ছিল। কুয়াশার কারণে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।”

এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন দাবি করেছে, পলাতক আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় তারা এমন কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনগুলো।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “এটি নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত কাজ। ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’পক্ষেরই দায় রয়েছে।”

“নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় তারা বার বার এমন কর্মকাণ্ডে জড়াচ্ছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই”, এমন কথাও ব্যক্ত করেন তিনি।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “পতিত সরকারের নিষিদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড বাড়ছে। আমাদের জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টাও এরই অংশ।”

“এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে আরো ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থায় আরো কঠোর হতে হবে”, বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT